Chandrababu Naidu: গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু
অন্ধ্রপ্রদেশে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুকে গ্রেফতার করল CID। পুলিশের দাবি, মেসার্স ডিজাইন টেক সিস্টেমস প্রাইভেট লিমিটেড-সহ একাধিক ভুয়ো কোম্পানি খুলে সরকারের কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে।CID-র দাবি, ৩৭০ কোটি টাকার দুর্নীতি মামলার কিংপিন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। পূর্ব গোদাবরী জেলা থেকে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকে আটক করেছে অন্ধ্র পুলিশ। গতকাল গভীর রাতে চন্দ্রবাবুর গ্রেফতারি ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। TDP সূত্রে খবর, দলীয় কর্মসূচিতে নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। রাত ৩টে নাগাদ সেখানে হানা দেয় অন্ধ্র পুলিশ ও CID। TDP-র কর্মী, সমর্থকরা গ্রেফতারিতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ টানাপোড়েন চলার পর আজ সকাল ৬টা নাগাদ গ্রেফতার হন চন্দ্রবাবু নায়ডু। নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন চন্দ্রবাবু। TDP প্রধানের গ্রেফতারির প্রতিবাদে হিন্দুপুরম এলাকায় পথ অবরোধ করেন কর্মী, সমর্থকরা।