প্রয়াত প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু, পোলবাকাণ্ডে ঋষভের মৃত্যু, প্রধানমন্ত্রীকে বহুমুখী প্রতিভার অধিকারী বলে উল্লেখ বিচারপতির-- এমনই সব খবর হেডলাইন‍্‍স

Continues below advertisement
১। প্রয়াত নেতাজির ভ্রাতুস্পুত্রবধূ কৃষ্ণা বসু। বয়স হয়েছিল ৮৯। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭দিন আগে হাসপাতালে ভর্তি, সেখানে মৃত্যু।


২। ৩বারের সাংসদ থেকে শিক্ষাবিদ। নেতাজি ভবনে আড়াই ঘণ্টা থাকলেন মুখ্যমন্ত্রী। গেলেন রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষ। দল নির্বিশেষে নেতাজি ভবনে শাসক-বিরোধী।


৩। ৮দিনের লড়াই শেষ। পোলবা পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের মৃত্যু। শেষ দেখতে শ্রীরামপুরের বাড়িতে মানুষের ঢল। মাল্টি অরগ্যান ফেলিওর, জানাল এসএসকেএম।


৪। ঋষভের মৃত্যু, কান্নায় ভাঙলেন কল্যাণ। বেপরোয়া চালকের বিরুদ্ধে কড়া আইনের দাবি। ২ পুলকার চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা চায় পরিবার।


৫। প্রধানমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী। মোদির সামনেই দরাজ প্রশংসায় সুপ্রিম কোর্টের বিচারপতি।


৬। অপব্যবহার হচ্ছে ভারত মাতার স্লোগানের। চেষ্টা চলছে উগ্র ধারনা তৈরির। নাম না করে বিজেপিকে আক্রমণে মনমোহন। কিছু লোকের ইতিহাস পড়ার সময় নেই বলে কটাক্ষ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram