Jagannath Temple: রথযাত্রার আগে আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশ দ্বার
রথযাত্রার আগে আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশ দ্বার। করোনাকালে বিধিনিষেধ জারি থাকায় ২০২০ থেকে মন্দিরের চারটি দরজা দিয়ে দর্শনার্থীদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়। ওড়িশায় এবার ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই ক্য়াবিনেট বৈঠকে পুরীর মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়ার কথা ঘোষণা করেন মোহনচরণ মাঝি।