বাজারে ভিড় থেকে মদের দোকানে লম্বা লাইন, চতুর্থ দফার লকডাউনে নিয়মভঙ্গের ছবি
চতুর্থ দফার লকডাউনে কলকাতায় নিয়মভঙ্গের ছবি। প্রচুর গাড়িকে নামতে দেখা গেল রাস্তায়। ঘটল দুর্ঘটনা। বাজারে উপচে পড়া ভিড়। মদের দোকানের বাইরে মানা হল না সামাজিক দূরত্ব। ঠাকুরপুকুরে পাঁচিল ভেঙে দিল বেপরোয়া গাড়ি। তবে এরই মধ্যে গিরিশ পার্কে অন্যান্য দিনের মতন দেখা গেল পুলিশের নাকা চেকিং।
Tags :
Lockdown Guidelines Lockdown 4.0 Coronavirus Cases Coronavirus In India Coronavirus India Abp Ananda Coronavirus Update Lockdown