Gautam Adani : সৌর প্রকল্পের বরাত পেতে ঘুষ দেওয়ার অভিযোগ খারিজ করল আদানি গোষ্ঠী

Continues below advertisement

ABP Ananda LIVE : সৌর প্রকল্পের বরাত পেতে ঘুষ দেওয়ার অভিযোগ খারিজ করল আদানি গোষ্ঠী। গোটা ঘটনা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তারা। 'শিল্পপতি গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন'। 'আদানি গ্রিন এনার্জির MD CEO বিনীত জৈনের বিরুদ্ধে তোলা অভিযোগও ভিত্তিহীন'। মার্কিন আদালত, মার্কিন সিকিওরিটিজ ও স্টক এক্সচেঞ্জে তোলা অভিযোগ ভিত্তিহীন, দাবি আদানি গোষ্ঠীর। 

বাংলাদেশে সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় বিদেশমন্ত্রকের তরফে কড়া বিবৃতি বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে, একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি।  ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। বাংলাদেশের নিরাপত্তাবাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ, মৃত ১ আইনজীবী, বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনলে মৃত বলে ঘোষণা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram