Kolkata News: কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হল গো এভরিহোয়ার ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস্-এর বৈশাখী আড্ডা

ABP Ananda LIVE: নববর্ষের আনন্দে শুক্রবার কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হল গো এভরিহোয়ার ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস্-এর বৈশাখী আড্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহার মতো শিল্পীরাও। শুক্রবারের অনুষ্ঠান থেকেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় তাদের থিম মিউজিকও

আরও খবর..

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরপর কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। দমফাটা গরমের প্রকোপ এখনও শুরু হয়নি। এরই মধ্যে  দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর ।  দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি বাড়বে উত্তরোত্তর।  মোটের উপর দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গে  ছয় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড়ের সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।

বৈশাখের প্রথম সপ্তাহে এখনও পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। তবে বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও হতেপারে।
 
দেশে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাঞ্জাব, উত্তর প্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে । বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের ওপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্য মহারাষ্ট্র থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত । আর এর জেরেই বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola