Goa Fire News: তাইল্যান্ডে গ্রেফতার, অবশেষে দেশে ফেরানো হল সৌরভ ও গৌরবকে | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda LIVE : তাইল্যান্ডে গ্রেফতার, দেশে ফেরানো হল লুথরা ভাইদের। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়া পুলিশ। ৬ ডিসেম্বর: রাতে গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয় । তার কয়েক ঘণ্টা পরেই ভারত ছেড়ে পালান সৌরভ ও গৌরব। অবশেষে দেশে ফেরানো হল সৌরভ ও গৌরবকে।

 

ভবানীপুরে বাদ ৪৪ হাজারের বেশি নাম, আজ থেকেই এই কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

 মঙ্গলবার প্রকাশিত হয়েছে, বহু প্রতীক্ষিত SIR-এর খসড়া ভোটার তালিকা।  মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজারের বেশি নাম। এই পরিস্থিতিতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই নিজের বিধানসভা কেন্দ্র, ভবানীপুরের দলীয় BLA-দের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিলেন তিনি। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে  বাদ গেছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। এত সংখ্যক ভোটারের নাম বাদ যেতেই বড় নির্দেশ এল তৃণমূল দল নেত্রীর তরফে।  

BLA-দের সঙ্গে বৈঠক করে মমতা  বললেন , যাদের নাম বাদ গেছে, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত আছেন, অথচ মৃত বলে দেখানো হয়েছে কিনা দেখতে হবে। শুনানির সময় সবার পাশে দাঁড়াতে হবে। নথি নিয়ে সমস্যা হলে 'May i help you' ক্যাম্পে নিয়ে যান।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola