CV Ananda Bose: বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ,কী বলছে পুলিশ? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal Governor: লোকসভা ভোটের (Loksabha Election 2024) মধ্য়েই বাংলায় বেনজির ঘটনা। রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের । লিখিত অভিযোগ দায়ের করলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। সত্য়ের জয় হবে, সাজানো গল্পের সামনে মাথা নত করব না, আগেই চ্যালেঞ্জ রাজ্যপালের। প্রধানমন্ত্রীর সফরের আগে এই অভিযোগের অশুভ উদ্দেশ্য় রয়েছে, দাবি রাজভবন সূত্রে। 'স্রেফ নির্বাচনী কৌশল,ভোটের মুখে অপদস্থ করতেই এই অভিযোগ'। অডিও বার্তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। অপদস্থ করতে রাজভবনে আরও একজনকে ঢোকানো হয়েছে, বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। 'পরবর্তী গ্রেনেড ও লুকনো বুলেটের জন্য অপেক্ষা করছি'। এ লড়াই, আমি লড়ব, অডিও বার্তায় চ্যালেঞ্জ রাজ্যপাল সিভি আনন্দ বোসের।  ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram