Governor: রাজভবনে 'অ্যান্টি কোরাপশন সেল' খুললেন রাজ্য়পাল
রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্য়পাল। যা রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্য়ে সংঘাতে নতুন মাত্রা যোগ করল। এনিয়ে আজ ফের একবার সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্য়পাল এভাবে রাজভবনে 'অ্যান্টি কোরাপশন সেল' খুলতে পারেন কিনা, তা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
Tags :
Kolkata Bangla News Bangla News Live Rajbhawan ABP Ananda Digital ABP Ananda Governor ABP Ananda Live ABP Ananda Bengali News Anticorruoptioncell