UGC-NET: 'তদন্ত একেবারে প্রাথমিক স্তরে রয়েছে', নেট পরীক্ষা বাতিল নিয়ে মন্তব্য গোবিন্দ জয়সওয়ালের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'তদন্ত একেবারে প্রাথমিক স্তরে রয়েছে', 'তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার', 'অনলাইনে কিছু ইউজিসি ইনপুট পেয়েছিল', 'ইনপুটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ অভিযোগ করেনি', নেট পরীক্ষা বাতিল নিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের ।

UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PhD করার যোগ্যতা অর্জন করতে পারেন তাঁরা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে। শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক জানায়, স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হল। তদন্তবার দেওয়া হল CBI-কে। পরে কবে ইউজিসি-নেট নেওয়া হবে, তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram