স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে ২৫জন করোনাযোদ্ধাকে সম্মান জ্ঞাপন করবে বাংলা
Continues below advertisement
রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায় সহ পুলিশ প্রশাসনের কর্তারা। এবার ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানাবেন রাজ্য সরকার। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, পুলিশকর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে করোনা জয়ীরা। করোনাকালে যারা সামনে থেকে লড়াই করছেন তাঁদের সম্মানার্থে রচিত গানের মহড়া দেন ইন্দ্রনীল সেন, মনময় ভট্টাচার্য, দীপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র সহ অন্যান্য শিল্পীরা। ঠিক হয়েছে এবার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে সকলে মাস্ক পরে অংশ নেবেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমন্ত্রিতের সংখ্যা ও কমানো হয়েছে।
Continues below advertisement
Tags :
Indraneel Sen Lopamudra Mitra Corona Warriors Red Road Independence Day Abp Ananda Coronavirus Covid-19