GST Update: GST নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত। নতুন GST ব্যবস্থায় স্বস্তি মধ্যবিত্তদের

ABP Ananda Live: GST এবার শুধু ৫% আর ১৮%। উঠে গেল ১২%, ২৮ শতাংশের স্ল্যাব।GST নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত। ২২ সেপ্টেম্বর থেকে নতুন GST হার কার্যকর। ২৮% থেকে বেড়ে লটারির উপরে ৪০% GST। ২৮% থেকে বেড়ে তামাকজাত দ্রব্যে ৪০% GST।

GST নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত। উঠে গেল ১২% ও ২৮% GST স্ল্যাব। শুধু ৫%, ১৮% স্ল্যাব থাকছে। Sin and luxury Goods-এর জন্য ৪০% স্ল্যাবের অনুমোদন দিল কাউন্সিল। ২২ সেপ্টেম্বর থেকেই নতুন GST হার কার্যকর হবে। এর ফলে বিভিন্ন সামগ্রীর দাম কমছে। এই তালিকায় রয়েছে মাখন, ঘি, চিজ, স্যাম্পু, টুথপেস্ট। জীবনবিমা, স্বাস্থ্যবিমা থেকেও উঠে গেল GST। দাম কমছে থার্মোমিটার, ক্লিনিক্যাল ডায়াপারের।

এদিন ৫৬তম GST কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ঘোষণা করেন, "আমরা স্ল্যাব কমিয়ে এনেছি। এখন থেকে দু'টি স্ল্যাব থাকবে এবং আমরা ক্ষতিপূরণ সেসের সমস্যাগুলিরও সমাধান করছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola