Donald Trump Injured: ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, আহত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ABP Ananda Live

ABP Ananda Live: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব়্যালিতে চলল গুলি। গুলির আঘাতে মৃত এক যোগদানকারী। ঘটনায় আহত হয়েছেন স্বয়ং ট্রাম্পও। তাঁর ডান কানে গুলি লেগেছে। কানের ওপরের অংশ রক্তাক্ত হয়েছে। CNN সূত্রের খবর, আমেরিকার পেনসিলভানিয়ার ঘটনা। তবে, ওই দুষ্কৃতীকেও গুলি করে খতম করে সিক্রেট সার্ভিসের কর্মীরা। সমাবেশ চলাকালীন এই ঘটনার আকস্মিকতায় মঞ্চ থেকে তিনিও হুড়োহুড়ি করে নেমে পড়েন। ঘটনার জেরে আমেরিকায় ২০২৪-এর নির্বাচনকে ঘিরে কার্যত উত্তেজনা ছড়িয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে এ বছর। সেই উপলক্ষ্যে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আচকমাই গুলি চালায় দুষ্কৃতী। এর জেরে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন আমেরিকায় সিক্রেট সার্ভিস এজেন্টরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola