Hathras Stampede: 'ভণ্ডরা নয়, প্রকৃত ভক্তরাই শুধু আসবেন ' হাথরসকাণ্ডের পর নতুন 'আইন'-র দাবিতে খাড়গে
Kharge On Hathras Satsang Stampede: কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলে, অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে মানুষ এখানে জমা হয়। এর জন্য নির্দিষ্ট কোনও আইন নেই। এই ধরণের সৎসঙ্গের অনুষ্ঠানে কোথায় করা উচিত ? কত জায়গা নিয়ে করা উচিত ? কাছাকাছি কটি হাসপাতাল রয়েছে ? এগুলি অধরাই রয়ে যায় বলেই দাবি খাড়গের। এত বড় দুর্ঘটনা হল, এবার এটা নিয়ে আইন হওয়া উচিত। তাতে সত্যিকারের ভক্তরাই শুধু আসবেন। ভুয়োরা যারা আশ্রম বানিয়ে ভক্তদের থেকে টাকা লুঠ করছেন, তাঁরা বিদায় নেবেন। এরপরেই হাথরাসকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু। হাথরসে মৃত্যুমিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম। যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে নামই নেই সুরজপালের! দুর্ঘটনার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান স্বঘোষিত ধর্মগুরু, দাবি সরকারি সূত্রের। ঘটনার পর থেকে খোঁজ নেই স্বঘোষিত ধর্মগুরু সূরজপাল ওরফে 'ভোলেবাবা'। এর আগেও একাধিক বার বিতর্কে জড়ান সূরজপাল, হাজতবাসও করেছেন । ABP Ananda LIVE