সরকারি নির্দেশ উপেক্ষা করে মিড ডে মিল নিতে পড়ুয়াদের নিয়ে স্কুলে হাজির অভিভাবকেরা, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, বদলি দুই স্কুলের প্রধান শিক্ষক
Continues below advertisement
সরকারি নির্দেশ উপেক্ষা করে মিড ডে মিল নিতে পড়ুয়াদের সঙ্গে করেই স্কুলে হাজির অভিভাবকেরা। খবর সম্প্রচারের পর বদলি যাদবপুর বিদ্যাপীঠ ও কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠের দুই প্রধানশিক্ষক। পড়ুয়াদের উপস্থিতিতে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। করোনার জেরে বন্ধ স্কুল। যদিও পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে সরকারি তরফে মিড ডে মিলের চাল-আলু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশিকা ছিল, অষ্টম শ্রেণি পর্যন্ত সকল পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দিতে হবে চাল-আলু। কিন্তু এই নির্দেশ অনেকেই মানছে না বলে অভিযোগ। যাদবপুর বিদ্যাপীঠ ও কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ- এই দুই স্কুলেই সরকারি নির্দেশকা উপেক্ষা করে মিড ডে মিলের চাল-আলু তুলে দেওয়া হয়েছে পড়ুয়াদের হাতে। সেখানে মাস্ক ছাড়া খালি হাতে হাজির ছিলেন পড়ুয়ারা। যদিও এই বিষয়ে অভিভাবকদের ঘাড়ে দোষ চাপিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঢাকুরিয়া আন্ড্রুস স্কুলে অবশ্য অভিভাবকরা চাল-আলু নিয়ে যান। এই দুই বিদ্যালয় ছাড়াও একাধিক বিদ্যালয়ে সামনে এসেছে পড়ুয়াদের নিয়েই মিড ডে মিল নেওয়ার ছবি। তাই কেবল দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলির সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক।
Continues below advertisement
Tags :
Katjunagar Swarnamoyi Vifyapith Corona In West Bengal Mid Day Meal Distribution Head Master Transfer Jadavpur Vidyapith Corona Virus Corona In Bengal Abp Ananda Covid-19