সকালের শিরোনাম: আজ পুজো-রায় পুনর্বিবেচনার শুনানির সম্ভাবনা, ‘উৎসবে মাতুন, বেপরোয়া হবেন না’, সতর্কবার্তা প্রধানমন্ত্রীর
করোনার উদ্বেগ নিয়েই নিউ নর্মালে পুজোর মুডে বাংলা। উধাও সেই চেনা জনজোয়ার। কোথাও ফাঁকা মাঠে শুধুই উদ্যোক্তা। কোথাও ভিড় এড়াতে অন্ধকার মণ্ডপ। মায়ের রূপে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা, সমাজ চেতনায় অভিনব ভাবনায় সেরার স্বীকৃতি বড়িশা ক্লাবের। দায়বদ্ধতায় সেরা মুদিয়ালি ক্লাব। চিন্তনে এবিপি আনন্দ শারদ সম্মান ছিনিয়ে নিল জগৎ মুখার্জি ক্লাব। সমসাময়িকতায় সেরা খিদিরপুর ৭৪ পল্লি, বর্ণ বৈচিত্রে সেরা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। পুজো মণ্ডপে দর্শক প্রবেশ নিষেধ, রায় পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টে ফোরাম ফর দুর্গোৎসব-সহ বেশ কয়েকটি পুজো কমিটি। গৃহীত আবেদন, আজ শুনানির সম্ভাবনা। পুজোর মধ্যে ফের রাজ্যে রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪ হাজার পার। ৬০-র ওপর মৃত্যু। শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৭ জনের। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। কমল সুস্থতার হার। বাংলা-সহ ৬ রাজ্যে ৬৪ শতাংশ করোনা আক্রান্ত। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ৩ মাস পর দেশে ৫০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। উৎসবে মাতুন, বেপরোয়া হবেন না, সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। প্রত্যেকের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে পরিকল্পনার আশ্বাস। রাজ্যে ২ হাজার ১৭৪ টি কোভিড বেড বাড়ছে। ডাক্তারি পড়ুয়াদের জন্য রাজ্যে বাড়ছে আরও আসন।