ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়,ফুসফুসে সংক্রমণের সম্ভাবনা, কলকাতা থেকে জেলা বিধি মেনেই নিরঞ্জন

Continues below advertisement
সকালের শিরোনাম- বিসর্জনের সময় দুর্ঘটনা। মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা। ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়। কাজ করছে না কিডনি। ফুসফুসে সংক্রমণের আশঙ্কা। ৪ হাজারের ওপরে থাকলেও রাজ্যে সামান্য কমলো করোনা সংক্রমণ। বাড়ল সুস্থতা। ৩ মাস পর দেশে কমল দৈনিক সংক্রমণ। শীঘ্র শুরু হবে কোভ্যাক্সিনের দ্বিতীয় দফার ট্রায়াল। পুজো শেষ। এবার মাকে বিদায় জানানোর পালা। আকাশে-বাতাসে বিষাদের সুর। ভিড় এড়াতে রাস্তার ওপর কৃত্রিম জলাধার। হোস পাইপ দিয়ে বিসর্জন ত্রিধারাতে।  
নাকতলায় এবছর হচ্ছে না বিসর্জন। বুধবার চেতলা ও সুরুচির বিসর্জন। বাড়ির পুজো থেকে বারোয়ারি বিধি মেনে কলকাতার ২৪টি ঘাটে বিসর্জন। ইছামতিতে মিশল দুই বাংলা। কুলটি-জলপাইগুড়িতে শূন্যে গুলি ছুঁড়ে বিসর্জন। নানা প্রথায় বিসর্জন জেলাজুড়ে। কলকাতা থেকে খড়গপুর দশেরা পালন, রাবন দহন। কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাবে আনুষ্ঠানিক সায় সিপিএম-এর। ফের উদ্ধব-কঙ্গনা সংঘাত।অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে বরুণ চক্রবর্তী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram