নেই চেনা ভিড়, তার মধ্যেই অষ্টমীতে মাতৃবন্দনায় মাতল কলকাতা থেকে জেলা, বুদ্ধদেবের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল – দেখুন ‘সকালের শিরোনাম’
বেলুড় মঠ, ম্যাডক্স স্কোয়ার থেকে বাগবাজার, সুরুচি সঙ্ঘ, মুদিয়ালি, মাতৃবন্দনায় সন্ধ্যারতি। উধাও অষ্টমীর চেনা ভিড়। কোথাও মণ্ডপে,কোথাও ভার্চুয়ালে অঞ্জলি। মহাষ্টমীতে রীতি মেনে ষোড়শ উপাচারে দেবীর আরাধনা। ১০৮ টি পদ্ম-প্রদীপ দিয়ে সন্ধিপুজো। উদ্ভাবনে এবার সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল ভবানীপুর অবসর ক্লাব। লোকশিল্প প্রয়োগে সেরা কাশী বোস লেন। সমাজ চেতনায় সেরা দমদম পার্ক তরুণ সঙ্ঘ। অষ্টমীতে সুরুচি সঙ্ঘে চাঁদের হাট। একসঙ্গে অঞ্জলি দিলেন নুসরত, মিথিলা, সৃজিতরা। ঢাক বাজালেন অরূপ। পুজোর মধ্যে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। সামান্য বেড়ে একদিনে আক্রান্ত ৪ হাজার ১৪৮। ১২ দিন পড়ে ৬০-র নিচে নামল মৃত্যু। সাঁইথিয়ায় পুজো মণ্ডপের সামনে মাস্ক বিলি নিয়ে সংঘাত। পুজোর মধ্যেই বুদ্ধদেবের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল। বাইরে এসে অভ্যর্থনা জানালেন মীরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়বিক অবস্থায় এখনও উদ্বেগ। কমেছে প্লেটলেট, বেড়েছে ইউরিয়া। ফের হতে পারে প্লাজমা থেরাপি, খবর বেলভিউ সূত্রে। সুস্থ হচ্ছেন কপিল দেব, জানাল দিল্লি হাসপাতাল।