ফের হেনস্থার শিকার স্বাস্থ্যকর্মীরা, নামের তালিকা নিল প্রশাসন
ফের নিজের এলাকায় হেনস্থার শিকার স্বাস্থ্যকর্মীরা। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের এমনই ৪১ জন কর্মীর তালিকা তৈরি করে তুলে দেওয়া হলো প্রশাসনের হাতে। এমন চললে কীভাবে পরিষেবা দেওয়া সম্ভব? প্রশ্ন চিকিৎসক মহলের।
Tags :
Covid 19 Update Institute Of Child Health Health Workers Nurses Harassement Abp Ananda Coronavirus