
Heathrow airport: মমতার সফরের আগে হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
Mamata Banerjee: লন্ডনের হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আজ পুরোপুরি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত হিথরো কর্তৃপক্ষের। ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লাগার কারণে বন্ধ হিথরো বিমানবন্দর। অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, কবে পরিষেবা স্বাভাবিক, জানাতে পারল না হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর খোলা না পর্যন্ত যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা। কাল লন্ডন যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গরমের মধ্যে তীব্র জলসঙ্কট, হাওড়া ও শিবপুরে ২২ ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ
গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাতে বিপর্যয়ের পর থেকে এখনও সারানো যায়নি ভূগর্ভস্থ পাইপলাইন। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে, ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। এরপরই, পদ্মপুকুর জল প্রকল্পের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের ধস নামায় পাইপ লাইনে ফাটল দেখা দেয়। এখনও জল সরবরাহ বন্ধ রয়েছে। হাওড়ার পাশাপাশি কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে ট্যাঙ্কারে জল সরবরাহ করা হচ্ছে ওই বাইশটি ওয়ার্ডে।