High Court: কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ বিচারপতির

Continues below advertisement

আদালতের নির্দেশ সত্ত্বেও মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেননি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। মনে হয় সিবিআই-এর আধিকারিক এবং মানিক ভট্টাচার্য মধ্যে যোগসাজশেই এই কাজ হয়েছে! নিয়োগ দুর্নীতি মামলায় এই ভাষাতেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির দ্বিতীয় পর্বে রিপোর্ট জমা দেয় সিবিআই। তা দেখে বিচারপতি বলেন, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের কোনও তথ্য এই রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে না
সিবিআইয়ের আইনজীবী জানান, মানিক ভট্টাচার্যকে ৫ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, মানিক ভট্টাচার্যর যা বক্তব্য, তা শুনেই বোঝা যায় যে তিনি কার্যত একা হাতেই এই দুর্নীতিতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। মানিক ভট্টাচার্যর বক্তব্যের কোন রেকর্ডিং আছে? বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, বক্তব্যের শেষে মানিক ভট্টাচার্যর সই নেননি কেন? কোনও আইনি বাধা আছে? যে কোন চালাক লোক পরবর্তী ক্ষেত্রে বলবে যে এই বক্তব্য আমার নয়! তিনি একজন বিধায়ক। এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় এগুলো খুব গুরুত্বপূর্ণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram