High Court: জোড়া সিঙ্গল বেঞ্চের পরে এবার ইডির ভূমিকায় সন্দেহ ডিভিশন বেঞ্চেরও
জোড়া সিঙ্গল বেঞ্চের পরে এবার ইডির (ED) ভূমিকায় সন্দেহ ডিভিশন বেঞ্চেরও
'সিঙ্গল বেঞ্চের নির্দেশ দেখে মনে হচ্ছে ইডি নবীশের মতো আচরণ করছে'
'হয় তারা এই তদন্তে নবীশ, না হলে তদন্তের নির্দিষ্ট অংশে ঢুকতে চায় না'
'১৫ মাস ধরে তদন্ত অগ্রগতি না হলে আদালত কিছু বলতে পারবে না?' --
'তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিনা, সেটা দেখাও আদালতের কাজ' --
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় প্রশ্ন এবার বিচারপতি সৌমেন সেনের
বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে প্রশ্নের মুখে অভিষেকও
অভিষেককে ইডির সমনে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ
'প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে হিসাব বহির্ভূত অর্থের অভিযোগ'
'অভিযোগ থাকলে ডিরেক্টর বা সিইও-কে জিজ্ঞাসাবাদে অসুবিধা কোথায়?'
'আপনি সিইও হলে, যে নথি চাওয়া হয়েছে, তা দিয়ে দিন'
'১৮৮এ, হরিশ মুখার্জি রোডের সম্পত্তির খতিয়ান সিঙ্গল বেঞ্চ চাইলে সমস্যা কোথায়?'
'আপনি সাংসদ, আপনার সম্পত্তির খতিয়ান তো নির্বাচন কমিশনকেও দিতে হয়'
সম্পত্তির খতিয়ান ইডি-কে দিয়ে দিন: ডিভিশন বেঞ্চ
সম্পত্তির খতিয়ান নিয়ে হাইকোর্টে ধোপে টিকল না অভিষেকের আইনজীবীর যুক্তি
'তদন্তের নজরদারির সময় সন্দেহ হলে বিচারপতি খতিয়ে দেখার নির্দেশ দেবেন, সেটাই স্বাভাবিক'
'এতে সিঙ্গল বেঞ্চের ভুল কোথায়?'
'আদালতের নজরদারিতে তদন্ত চলছে'
'তদন্তকারী সংস্থার রিপোর্ট সন্তোষজনক মনে না হলে প্রয়োজনীয় নির্দেশ কি দিতে পারেন না?'
'নথি না পেলে তদন্ত সঠিক পথে চালিত হবে না'
'বিচারপতি সিন্হা যে নির্দেশ ইডি-কে দিয়েছেন, তাতে আপনার অসুবিধা কোথায়?'
অভিষেকের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের