HS News: ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে বিজ্ঞান বিষয়, একাদশে ভর্তির আসনও বৃদ্ধি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের| Bangla News
মাধ্যমিকের ফল প্রকাশের পরেই একাদশে ভর্তির বিজ্ঞপ্তি জারি। সর্বাধিক ৪০০ আসনে ভর্তি করতে পারবে স্কুলগুলি। ২৭৫ থেকে একাদশে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বাড়িয়ে করা হল ৪০০। বিজ্ঞপ্তি জারি করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব। পাশাপাশি, এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে বিজ্ঞান বিষয়। ৪৫ শতাংশ নম্বর থেকে কমিয়ে করা হয়েছে ৩৫ শতাংশ। এ নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Tags :
ABP Ananda Higher Secondary Madhyamik Education ABP Live মাধ্যমিক উচ্চমাধ্যমিক Science Subject