Amit Shah:সিএএ কখনও প্রত্যাহার করা হবে না, কোনও রাজ্য আটকাতে পারবে না', স্পষ্ট জানিয়ে দিলেন অমিত শাহ
'বিজেপি(BJP) ২০১৯-এ ইস্তেহারে সিএএ-র (CAA) প্রতিশ্রুতি দিয়েছিল'। '২০১৯ সালেই বিল পাস হয়ে গিয়েছিল কিন্তু করোনার কারণে দেরি হয়েছে'। 'বিরোধীরা তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্ক এককাট্টা করার চেষ্টা করছে'। 'বিজেপির কাছে সিএএ রাজনীতির বিষয় নয়'। 'বিজেপি চায় বাংলাদেশ(Bangladesh), আফগানিস্তান (Afganistan_), পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে'। 'বিরোধীরা তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিল'। 'সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়'। 'দেশের মুসলমান সম্প্রদায়কে ভয় পাওয়ার কোনও কারণ নেই'। 'কংগ্রেস তোষণের জন্য প্রতিশ্রুতি কখনও পূরণ করেনি, নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি পূরণ করেছেন'। 'দেশভাগের সময় পাকিস্তানে ২৩ শতাংশ হিন্দু ছিল, এখন ৩ শতাংশ'। 'কোথায় গেলেন তাঁরা, সবাই তো ভারতে আসেননি'। 'আফগানিস্তানে ২ লক্ষের বেশি হিন্দু ছিল, এখন সংখ্যা ৫০০'। 'তাঁদের কী নিজের ধর্ম বিশ্বাসে বাঁচার অধিকার নেই?' 'মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করে বলছি, দয়া করে রাজনীতি করবেন না'। 'এই আইনে একটি ধারা দেখান, যেখানে কারও নাগরিকত্ব কে়ড়ে নেওয়ার সংস্থান আছে'। 'মমতা বন্দ্যোপাধ্য়ায় হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন'। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) হয়ত অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না'। 'বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে, এবং অনুপ্রবেশ বন্ধ করবে'। 'সিএএ কখনও প্রত্যাহার করা হবে না, কোনও রাজ্য আটকাতে পারবে না'। 'সিএএ-র সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই'।