করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার হুগলির ভদ্রেশ্বরে, গ্রেফতার ১৫
Continues below advertisement
হুগলি : করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ভদ্রেশ্বরে, বোমাবাজি, গ্রেফতার ১৫ জন | গতকাল রাতে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়| এক গোষ্ঠীর লোকজন পাড়ায় ব্যারিকেড দেয়, ওপর গোষ্ঠীর লোকজন জোর করে ঢুকতে গেলে বেঁধে যায় সংঘর্ষ| গোটা এলাকায় জারি হয় ১৪৪ ধারা| আজ বিজেপি সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায় এলাকায় যেতে গেলে বাধা দেওয়া হয়| যদিও গত্রিনমুলের অভিযোগ ছোট ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে বিজেপি|
Continues below advertisement