Jamtara Train accident: জামতাড়ায় কীভাবে ঘটল ট্রেন দুর্ঘটনা? কী বলছেন স্টেশন ডিউটি ম্য়ানেজার?
Continues below advertisement
Jhharkhand News: এক ট্রেন থেকে নেমে রেল লাইনে, উল্টো দিকের ট্রেনে পিষ্ট যাত্রীরা!। ঝাড়খণ্ডের (Jhharkhand) জামতাড়ায় ট্রেনের ধাক্কায় ১২ যাত্রীর মৃত্যুর আশঙ্কা, আহত অসংখ্য। কলঝরিয়ার কাছে অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবরে আতঙ্ক। রেল লাইনের পাশে ধোঁয়া দেখে হঠাৎ ট্রেন থামতেই দুর্ঘটনা । অঙ্গ এক্সপ্রেস থেকে নামা যাত্রীদের পিষে দিল উল্টো দিকের ট্রেন। ঝাঁঝা-আসানসোল প্যাসেঞ্জারে পিষে অন্তত ১২জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা । ডাউন লাইন দিয়ে যাচ্ছিল যশবন্তপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস ।লাইনের পাশ থেকে ধুলো উড়তে দেখে আগুন-আতঙ্ক: সূত্র। ABP Ananda Live
Continues below advertisement