Anisur Rahman Case: 'খুনের মামলায় এমন নির্দেশিকা কীভাবে দেয় রাজ্য?, আনিসুর-মামলায় প্রশ্ন আইনজীবীর

Continues below advertisement

আনিসুর রহমানের (Anisur Rahman) মামলা খারিজের তমলুক (Tamluk) আদালতের নির্দেশকে বাতিল করল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। রাজ্য সরকারের তরফে দেওয়া মামলা প্রত্যাহারের নির্দেশিকায় নিম্ন আদালত সিদ্ধান্তকে খারিজ করল উচ্চ আদালত। এই প্রসঙ্গে আইনজীবী বলেন, বিচারপতি বলেছেন খুনের মামলায় এই রকম নির্দেশিকা রাজ্য সরকার দিতে পারে না। তাই এই মামলা সংক্রান্ত নিম্ন আদালতের সমস্ত সিদ্ধান্ত বাতিল করা হল। ছেড়ে দেওয়া হলে আনিসুরকে ফের গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে তৃণমূল নেতা কুরবান শাহ (Kurban Shah) হত্যাকান্ডে গ্রেফতার হন BJP নেতা আনিসুর রহমান। এই প্রসঙ্গে বিজেপির তরফে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার নির্বাচনের আগে মামলায় অভিযুক্তদের বের করে আনছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram