লকডাউনে কীভাবে নিজেকে ফিট রাখছেন নতুন ফেলুদা ?
লকডাউনে ঘরবন্দি রয়েছেন নতুন ফেলুদা মানে টোটা রায়চৌধুরী। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ ফেলুদা ফেরতে টোটাকে দেখা যাবে ফেলুদার চরিত্রে। লকডাউনের মাঝে নিজের ফিটনেসের সান দিতে কি করছেন তিনি দেখে নেওয়া যাক ফেলুদার ফিটনেস।
Tags :
Abir Chatterkjee Tota Roy Chowdhury Feluda Ferot Feluda Satyajit Roy Soumitra Chatterjee Sabyasachi Chakraborty Abp Ananda