5G Services: কত টাকা হচ্ছে ৫জি ডেটার মূল্য? কী জানালেন নরেন্দ্র মোদি?
টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করলেন। এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘আজ এক ক্লিকে গরিব মানুষের কাছে টাকা পৌঁছে যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া সবাইকে ব্যবসার জায়গা তৈরি করে দিয়েছে। সরকার সঠিক দিশায় কাজ করলে নাগরিকও সঠিক দিশায় যায়। টু জি ও ফাইভ জি-র মধ্যে এটাই পার্থক্য। ২০১৪ সালে ১৪ জিবি ডেটার দাম ছিল ৪ হাজার টাকা। আজ ১৪ জিবি ডেটার দাম দেড়শ টাকা। সরকারের প্রচেষ্টার কারণেই ডেটার মূল্য এত কম’।
Tags :
Service Bangla News Bangla News Live 5G Technology Bengali News ABP Ananda LIVE Narendra Modi ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Video Download Telecom