
Ram Mandir: ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা, কী বলছেন অযোধ্যার পুলিশ প্রধান? ABP Ananda Live
Continues below advertisement
Ram Temple: ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা, অযোধ্যার (Ayodhya) প্রায় সব রাস্তাই অবরুদ্ধ। কার্যত বন্ধ যান চলাচল। ধাপে ধাপে মন্দিরের (Ram Mandir) দিকে যেতে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের। গেট বন্ধ করে ভিড় সামাল দেওয়া হচ্ছে। নামানো হয়েছে আধা সেনা ও কমব্যাট ফোর্স। মন্দিরের মূল দরজার সামনে মোতায়েন করা হয়েছে অ্যান্টি টেররিস্ট ভেহিকল। ভক্তদের আজ অযোধ্যায় না আসার আবেদন জানিয়েছে বরাবাঁকি পুলিশ। এখনও রাম মন্দিরের গেটের সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড়, মুখে জয় শ্রীরাম স্লোগান। ABP Ananda Live
Continues below advertisement