সরকারের নির্দেশ মেনে চলতে হবে, বললেন করোনা-যুদ্ধে জয়ী

Continues below advertisement
আশঙ্কার অন্ধকারে আশার আলো, করোনার বিরুদ্ধে জয়ী হলেন আরও একজন। উত্তর কলকাতার বাসিন্দা উজ্জ্বল কর্মকার। শুক্রবার তিনি যখন হাসপাতাল থেকে বেরোন, হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানায় গোটা হাসপাতাল। জ্বর নিয়ে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উজ্জ্বলবাবু, নমুনা পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর সরকারের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয় এম আর বাঙ্গুরে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় সল্টলেক আমরি-তে। সপ্তাহ দুয়েকের চিকিৎসার পর অবশেষে পরপর দুবারই নেগেটিভ আসে তাঁর রিপোর্ট। শুক্রবার বাড়ি ফেরার সময় ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী, প্রত্যেকেই আন্তরিকভাই ধন্যবাদ জানান তিনি। বলেন, 'করোনা কে জয় করেছি আমি'।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram