একাই ক্যাবের বিরোধিতা শুরু করেছিলাম, এখন দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ছত্তীসগঢ়, কেরল একই কথা বলছে, বললেন মমতা
যখন ক্যাবের বিরোধিতা শুরু করি, তখন একা ছিলাম। এখন দেখুন, দিল্লি, বিহার একই কথা বলছে। মধ্যপ্রদেশ, পঞ্জাব, ছত্তীসগঢ়, কেরল একই কথা বলছে। এটা একটা ধর্মের লড়াই নয়, এ লড়াই গণতন্ত্র, সভ্যতা, সংস্কৃতির লড়াই। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।