চিন সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত, ফরওয়ার্ড পোস্টে এগোল যুদ্ধবিমান সুখোই
লেহ্-শ্রীনগর এয়ারবেসে বায়ুসেনা প্রধান। খতিয়ে দেখছেন যাবতীয় প্রস্তুতি। সুখোই, মিরেজ, জাগুয়ার এগোল ফরওয়ার্ড পোস্টে। ভারতীয় সেনাদের সাহায্যে থাকছে অ্যাপাচে কপ্টার। লেহ্ এয়ারবেসের আশপাশে থাকছে চিনুক কপ্টারও। সেনাদেরকে আকাশপথে নিয়ে যাওয়ার জন্য থাকছে চিনুক। জরুরি পরিস্থিতিতে চটজলদি সেনাদের সরাবে চিনুক।
Tags :
India China Border Firing China Killed Indian Soldiers India - China Border Faceoff India China Ladakh Indo-China Conflict ABP Live ABP Ananda LIVE Indian Soldiers Killed Abp Ananda