ICore Chit Fund Scam: একাধিক সাক্ষীর বয়ানে নাম, আইকোর মামলায় ইডির দফতরে হাজিরা স্বরূপ মিত্রর

Continues below advertisement

আইকোর (ICore) মামলায় ইডির (ED) দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের (Madan Mitra) ছেলে। আজ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গেলেন স্বরূপ মিত্র (Swarup Mitra)। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ইডির দাবি, আইকোরের সঙ্গে স্বরূপ মিত্রের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। কী কারণে এই লেনদেন করা হয়েছিল তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। একাধিক সাক্ষীর বয়ানেও তাঁর নাম উঠে এসেছে বলে জানিয়েছে ইডি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram