ABP News

Ideas Of India 2025: প্রধানমন্ত্রী মোদির জন্যপ্রিয়তা প্রসঙ্গে কী বললেন সচিন পাইলট?

Continues below advertisement

ABP Ananda Live: ভোটে কংগ্রেসের বারবার পরাজয় এবং প্রধানমন্ত্রী মোদীর আপাত জনপ্রিয়তার বিষয়ে কথা বলতে গিয়ে, রাজস্থানের প্রাক্তন ডেপুটি সিএম শচীন পাইলট বলেছেন, 'ভারত একটি দল বা একজন নেতার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সমগ্র জাতির ধারণা এবং পছন্দ ভোটের জয়ে প্রতিফলিত হতে পারে না। আমরা কিছু নির্বাচনে হেরেছি এবং আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব পালন করছি। বিজেপি বলেছিল যে তারা 400টি আসন জিতবে, কিন্তু 240টিতে সীমাবদ্ধ ছিল।'

Sachin Pilot says Congress has aligned with INDIA bloc partners at its own cost. "It is wrong to say that Congress doesn't know how to bow to allies. We know how to take everyone along. Only Congress can challenge the BJP. Other parties have their own relevance in politics," he said on the rifts with INDIA bloc partner AAP.

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram