
Ideas of India 2025: '৫০০ বিনিয়োগকারীকে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছি', বললেন স্নেহ ভাসওয়ানি
ABP Ananda Live: রোবোটিক্স কোম্পানি মিকোর প্রতিষ্ঠাতা স্নেহ ভাসওয়ানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, ' আমি ৫০০ বিনিয়োগকারীকে প্রস্তাব দিয়েছিলাম এবং প্রত্যাখ্যাত হয়েছিলাম। লোকেরা আমাকে বলত আগে তোমার রোবট বিক্রি করো তারপর তহবিলের জন্য এসো', তিনি আরও বলেন যে অবশেষে তিনি তহবিল পেয়েছেন।
Ideas Of India Summit 2025: Mining the Future: Ishpreet Gandhi, Founder, Stride Ventures | Sneh R Vaswani Co-Founder and CEO, Miko | Anurag Kedia, Co-Founder, Pilgrim | Start-ups and SustainabilityFounder of robotics company Miko, Sneh Vaswani, shared how he was ridiculed for his innovative AI-power robotics proposition. "I pitched to 500 investors and was rejected. People would tell me 'Sell your robot first then come for funding'," he says. He also said that he finally received funding from people with entrepreneurial backgrounds.