Ideas of India: 'নির্ভয় নতুন কিছু করার সাহস মানুষকে আকর্ষণ করেছে', বেশরম রং প্রসঙ্গে শিল্পা রাও | Bangla News
বক্স অফিসে এখন 'পাঠান' ঝড়। ছবির অন্যতম গান 'বেশরম রং' নিয়ে তৈরি হয় বিতর্ক, তবে সেসব পিছনে ফেলে মানুষের মন জয় করেছে এই গান। গায়িকা শিল্পা রাও এমনিতেই শ্রোতাদের প্রিয়, এই গানে তাঁর কণ্ঠ যেন অন্য মাদকতা যোগ করেছিল। এবিপি নেটওয়ার্কের Ideas of India-এর দ্বিতীয় অধ্যায়ে যোগ দিয়ে কী বললেন গায়িকা? তাঁর কথায়, 'নতুন কিছু করার জন্য নির্ভয়, মানুষকে মনোযোগ আকর্ষণ করেছে।'