Rakesh Singh Arrest: 'কেউ অন্যায় করলে গ্রেফতার করবে', Rakesh Singh-এর গ্রেফতারি নিয়ে BJP-র উল্টোপথে Roopa Ganguly

'কেউ অন্যায় করলে গ্রেফতার করবে।' রাকেশের গ্রেফতারি নিয়ে বিজেপির (BJP) উল্টোপথে রূপা গঙ্গোপাধ্য়ায় (Rupa Ganguly)। সিপিএম (CPM), কংগ্রেস (Congress), বিজেপি (BJP) বলে কিছু বুঝিনা। পাল্টা বলে কিছু বুঝি না। অন্য়ায় করলেই গ্রেফতার।' মাদক মামলায় বিজেপি (BJP) নেতা রাকেশ সিংহর (Rakesh Singh) পুলিশ হেফাজত। ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজের নির্দেশ আদালতের। রাকেশ সিংহের দুই ছেলের জামিন হয়েছে। গরু পাচারকাণ্ডে তৃণমূল (TMC) নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। এদিন আসানসোলের বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। সূত্রের খবর কীভাবে বিনয়ের কাছে গরু পাচারকারীদের টাকা? চার্জশিটে তার উল্লেখ রয়েছে। খবর সিবিআই সূত্রে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola