যদি মোমবাতি জ্বালিয়ে, তালি বাজিয়ে করোনা মোকাবিলা করা যায় তাহলে ওষুধ, চিকিৎসা দরকার নেই, প্রধানমন্ত্রীর আবেদনকে কটাক্ষ অধীরের
Continues below advertisement
করোনাভাইরাস ঘিরে প্রধানমন্ত্রী রাজনীতি করে চলেছেন। তালি বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে যদি করোনা মোকাবিলা করা যায় তাহলে আমাদের ওষুধ, চিকিৎসার দরকার নেই। বললেন কংগ্রেসের অধীর চৌধুরী। তিনি বলেন, যখন হাসপাতাল, ওষুধপত্র দরকার, তখন সে ব্যাপারে কোনও বার্তা না দিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক খেলা করছেন।
Continues below advertisement
Tags :
Pm Narendra Speech Congress Leader Adhir Chowdhury Live Congress Leader Adhir Chowdhury Abp Ananda Covid-19 Coronavirus Narendra Modi