IIM Joka Case: হস্টেলেই নির্যাতনের অভিযোগ, অবশেষে জোকা IIM-এর বয়ান
ABP Ananda LIVE: হস্টেলেই ধর্ষণের অভিযোগ, অবশেষে জোকা IIM-এর বয়ান। আমাদের ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ' । 'অভিযোগকারিণী ইনস্টিটিউটের কেউ নন' । প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে' । 'এধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি IIM-এর' । তদন্ত চলাকালীন মন্তব্য করা থেকে বিরত থাকবে কর্তৃপক্ষ' । হস্টেলে ধর্ষণের অভিযোগে বিবৃতি ভারপ্রাপ্ত অধিকর্তার।
'কোনও অত্যাচার হয়নি, মেয়ে ফিট আছে', বলছেন IIM জোকার নির্যাতিতার বাবা
'কোনও অত্যাচার হয়নি, মেয়ে ফিট আছে', বলছেন IIM জোকার নির্যাতিতার বাবা। IIM জোকার ক্যাম্পাসে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহে সংবাদমাধ্যমে মুখ খুললেমন নির্যাতিতার বাবা। কিন্তু মেয়ে ধর্ষণের শিকার হননি, কোনও অত্যাচার হয়নি বলে দাবি করলেন তিনি। নির্যাতিতা অটো থেকে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। যদিও হরিদেবপুর থানা একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই।