Imran Khan Arrest: ইমরানের গ্রেফতারি রুখতে পিটিআই সমর্থক ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র লাহৌর। Bangla News

ইমরানের (Imran Khan) গ্রেফতারি রুখতে পিটিআই (PTI) সমর্থক ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র লাহৌর (Lahore)। পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ। প্রায় ১২ ঘণ্টা ধরে পুলিশ-পিটিআই সমর্থকদের সংঘর্ষ। জ্বলল পুলিশের গাড়ি, ছোড়া হল পাথর। পাল্টা পিটিআই সমর্থকদের ঠেকাতে টিয়ার গ্য়াস, জলকামান ছুড়ল পুলিশ। অশান্তির আগুন ছড়াল ইসলামাবাদ (Imran Khan), পেশোয়ার, করাচিতেও (Karachi)। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। ১৫ জন পিটিআই সমর্থককে আটক করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola