নেই মোবাইল টাওয়ার, গাছে উঠে কথা বলছেন আইসিসির আম্পায়ার
বহু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দায়িত্ব সামলেছেন আম্পায়ার অনিল চৌধুরী। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিলের পর, ছেলেদের নিয়ে গিয়েছিলেন উত্তর প্রদেশে গ্রামের বাড়িতে। সেখানেই আটকে পড়েন অনিল। পরিস্থিতি এমন, যে গ্রামে কোনও মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছে না। সিগন্যাল পেতে বাধ্য হয়ে তাই গাছে উঠে ফোনে কথা বলতে হচ্ছে আইসিসির অনুমোদনপ্রাপ্ত এই ভারতীয় আম্পায়ারকে।
Tags :
Icc Umpaire Umpire Stuck In Village Anil Chowdhury India South Africa Match Cancelled Lockdown Latest Update Madhya Pradesh Abp Ananda