দার্জিলিংয়ে ধসের পর ধস, সরানো হল বাসিন্দাদের, ক্ষতিগ্রস্ত কালিম্পঙের সেতু
লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস। রাতে দার্জিলিংয়ের বিজনবাড়ির কাছে গ্রামে ধস নামে। বিপদজনক অবস্থায় থাকায় ৩টি বাড়ির বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ধসের জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পংয়ের একটি সেতু।