IND Vs Pakistan: ভারত-পাক সংঘর্ষবিরতি, সংঘর্ষবিরতি সম্মতি দুই দেশের
ABP Ananda LIVE: ভারত-পাক সংঘর্ষবিরতি, সংঘর্ষবিরতি সম্মতি দুই দেশের। আজ বিকেল ৫ টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর । সংঘর্ষবিরতি কথা জানাল পাকিস্তানও । জল, স্থল, আকাশপথে আক্রমণ করবে না ২ দেশই । ৩ বাহিনীকেই এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন বিদেশ সচিব । বিকেল ৩ টে ৩৫-এ ২ দেশের ডিরেক্টর জেনারেলের কথা। ১২ তারিখ দুই দেশের সেনার ডিজিএমওদের মধ্যে ফের বৈঠক।
৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী
জঙ্গি হামলাকে এবার যুদ্ধ হিসাবে দেখবে ভারত! পাক সন্ত্রাসের বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের হুঙ্কার ভারতের। 'যে কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে। যে কোনও জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে', পাকিস্তানকে সবক শেখানোর কড়া বার্তা ভারতের: সূত্র। ৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী।
পাকিস্তানের আর্তনাদে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের
পাকিস্তানের আর্তনাদে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের। আজই পাক সেনা প্রধানের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবেয়ার কথা। রাতভর আলোচনার পরে সংঘর্ষবিরতিতে ২ দেশ রাজি, দাবি মার্কিন প্রেসিডেন্টের।