স্বাধীনতা দিবসে লাল কেল্লায় মোদি: 'ভারত যা বলে তা করে দেখায়, এখন আত্মনির্ভর ভারত গড়াই হল মন্ত্র' বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ জুড়ে রইল আত্মনির্ভর ভারত গড়ার ডাক। তিনি বলেন, সময় এসেছে ১৩০ কোটি দেশবাসীর আত্মনির্ভর হওয়ার সঙ্কল্প নেওয়ার। আজ দেশবাসীর কাছে আত্মনির্ভরতা এক মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। নিজের পায়ে ভারতকে দাঁড়াতেই হবে
Tags :
PM Modi Independence Day Speech Narendra Modi Speech Today Independence Day 2020 Independence Day Speech Abp Ananda Red Fort