Independence Day : পাহাড় থেকে সমুদ্র, আসমুদ্রহিমাচল জুড়ে স্বাধীনতা দিবস পালন । Bangla News
Continues below advertisement
পাহাড় থেকে সমুদ্র, আসমুদ্রহিমাচল জুড়ে স্বাধীনতা দিবস পালন। ১৯৪৭ থেকে ২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন। হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর। কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক-- আলোয় ভাসছে রাজধানী দিল্লি। আলোর মালায় সেজেছে কলকাতাও। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’।
Continues below advertisement
Tags :
Independence Day ABPAnanda #ABPAnandaLive August 15 India Independence Day Azadi Ka Amrit Mahotsav Happy Independence Day Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Independence Day 2022 India Independence Day Special Happy Independence Day Images India Independence Day News India Independence Day Celebration