স্বাধীনতা দিবসে লাল কেল্লায় মোদি: 'তিনটি করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে'
Continues below advertisement
স্বাধীনতা দিবসের ভাষণে করোনা ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা মোদির। তিনি বলেন, ‘ভারতে তিনটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। সবচেয়ে কম দামে কীভাবে ওই ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেওয়া হবে, তাও চূড়ান্ত। তিনটি ভ্যাকসিনের পরীক্ষা আলাদা আলাদা স্তরে রয়েছে এই মুহূর্তে। সবুজ সঙ্কেত পাওয়া মাত্রই গণউৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে ভারত।
Continues below advertisement
Tags :
PM Modi Independence Day Speech Independence Day Speech Abp Ananda Coronavirus COVID-19 Vaccine Red Fort