গ্রেটা থুনবার্গের টুলকিট শেয়ার করে গ্রেফতার বেঙ্গালুরুর পরিবেশকর্মী
Continues below advertisement
গ্রেটা থুনবার্গের (Greta Thunberg) টুলকিট শেয়ার করে গ্রেফতার হলেন এক পরিবেশকর্মী। বেঙ্গালুরু থেকে ২১ বছরের দিশা রবিকে (Disha Ravi) গ্রেফতার করা হয়েছে। কৃষক আন্দোলনের সমর্থনে টুলকিট পোস্ট করেন গ্রেটা। সেখানে খালিস্থানপন্থীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে। টুলকিট নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই টুলকিট শেয়ার করেই বিপাকে বেঙ্গালুরুর পরিবেশকর্মী।
Continues below advertisement