Train Cancel: ‘অগ্নিপথ’ অশান্তির জের, সোমবার বাতিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন
Continues below advertisement
‘অগ্নিপথ’ (Agnipath) বিরোধিতায় বিক্ষোভ-আন্দোলন, চরমে যাত্রী দুর্ভোগ। কালও বাতিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের (South East Railway) একাধিক দূরপাল্লার ট্রেন (Indian Railway)। কাল বাতিল হাওড়া-জয়নগর এক্সপ্রেস, কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস। কাল বাতিল কলকাতা-আজমগড় এক্সপ্রেস, বেশ কিছু দূরপাল্লার ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন। কাল দুপুর ২টোয় ছাড়বে হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস, সকাল ৮টার পরিবর্তে দুপুর ২টোয় ছাড়বে হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস, কাল বিকেল ৫টায় ছাড়বে হাওড়া-বিকানের এক্সপ্রেস, সকাল ৮.১৫-র বদলে বিকেল ৫টায় ছাড়বে হাওড়া-বিকানের এক্সপ্রেস, হাওড়া-নিউদিল্লি দুরন্ত সকাল ৮.৩৫-এর পরিবর্তে দুপুর ৩.০৫ মিনিটে ছাড়বে।
Continues below advertisement
Tags :
ABP Ananda Indian Railway ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Agnipath এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ