INDIA Alliance: দিল্লির বিধানসভা ভোটে বিজেপির জয়, ফের প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটের ভবিষ্য়ত

ABP Ananda Live: হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লির বিধানসভা ভোটে বিজেপির জয় ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল ইন্ডিয়া জোটের ভবিষ্য়তকে। দিল্লির ফল বেরোনোর পর এখন কংগ্রেস-আম আদমি পার্টির নেতা-নেত্রীরা একে অপরকে তীক্ষ্ণ আক্রমণ করছেন। এমনকী পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির ৩০জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলেও দাবি করছে কংগ্রেস! এই আবহেই এবার দিল্লির ফলাফল নিয়ে মুখ মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, দিল্লিতে আম আদমি পার্টিকে কংগ্রেস সহযোগিতা করলে, আর হরিয়ানায় কংগ্রেসকে আম আদমি পার্টিকে সমর্থন করলে, এই ফল হত না। যদিও, এই তত্ত্ব উড়িয়ে শুভেনদু অধিকারীর পাল্টা দাবি, অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে। নবীন পট্টনায়েককেও আমরা জানতাম। ওড়িশার খবরও সবাই দেখেছে। কংগ্রেসও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মনে করিয়ে দিয়েছে, গোয়া কিংবা ত্রিপুরার ভোটে তৃণমূল অতীতে কী করেছে! পশ্চিমবঙ্গে যে যিনি তিনি একাই চলবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলে কাউকে দরকার পড়বে না। এ রাজ্য়ে কংগ্রেস দুর্বল। তৃণমূল একাই যথেষ্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola